ব্যবসা কিংবা ব্র্যান্ডিং যাই বলুন একটি ওয়েবসাইট থাকা খুব গুরুত্বপূর্ণ। যা আপনার ব্যবসাকে আরো শক্তিশালী করবে। কাস্টমার বা ক্লাইন্টকে আপনার ব্যাবসা সম্পর্কে বিশ্বাস সৃষ্টি করবে। ওয়েবসাইটের গুরুত্ব আছে বলেই বিশ্বব্যাপী প্রতি মিনিটে গড়ে ১৭৫ টি এবং প্রতি দিন গড়ে ২,৫২,০০০ টি ওয়েবসাইট তৈরি হয়। বর্তমান বিশ্বে মোট সচল ওয়েবসাইটের সংখ্যা প্রায় ২ বিলিয়ন।
এবার আসি আসল কথায়। বেশ কিছুদিন যাবত একটি জিনিস লক্ষ্য করছি বেশ কিছু আইটি প্রতিষ্ঠান তাদের ফেসবুক পেইজে বুস্ট করে তাদের প্রোডাক্ট সেল করছে। যেমনঃ
২,৫০০-৩,৫০০ টাকায় প্রথম আলোর মতো জনপ্রিয় নিউজ পোর্টাল ওয়েবসাইট,
৩,০০০-৫,০০০ টাকায় ই-স্টোর, মাল্টি-ভেন্ডর ই-কমার্স ওয়েবসাইট,
৫,০০০-৬,০০০ টাকায় স্কুল-কলেজ, হোটেল-রেস্টুরেন্ট, হাসপাতাল ম্যানেজমেন্ট সফটওয়্যার ইত্যাদি।
কিছু কিছু প্রতিষ্ঠান তো ডোমেইন – হোস্টিং এবং সেট-আপসহ এমন দামে প্রোডাক্ট গুলো সেল দিচ্ছে। কমেন্টে অনেকের ইন্টারেস্ট দেখে আমাকে অবাক করেছে।
আচ্ছা বিষয়টি আপনাকে কি একটুও অবাক করে নি? যেখানে মোটামুটি ভালো মানের একটি ডোমেন-হোস্টিং নিতে গেলেই আপনার খরচ হবে ৪-৬ হাজার টাকা। সেখানে এতো অল্প দামে ওয়েবসাইট কিভাবে সম্ভব? তা আবার পিএইচপি-লারাভেলের মতো ল্যাঙ্গুয়েজ দিয়ে কাস্টম কোডিং ওয়েবসাইট।
আচ্ছা একটি নামমাএ ওয়েবসাইট থাকা আর কোয়ালিটি-ফুল ওয়েবসাইট থাকা কি এক জিনিস? একটু ভাবুনতো, ধরুন আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে একটি ওয়েবসাইট বানাতে চাচ্ছেন হোক ই-কমার্স অথবা অন্য কোন ওয়েবসাইট। আপনি কি খেয়াল করেছেন একটি থিম অথবা প্লাগিনের দাম কতো? একটা ওয়েবসাইট বানাতে সর্বনিম্ন কতো সময় লাগতে পারে?
আর যদি বলি কাস্টম কোডিং ওয়েবসাইটের কথা। ধরুন আপনি জাভাস্ক্রিপ্ট অথবা পিএইচপি-লারাভেল অথবা পাইথন দিয়ে কোন ওয়েবসাইট বানাতে চাচ্ছেন কতোদিন সময় লাগতে পারে আনুমানিক? কোডিং করে ওয়েবসাইট বানানো কি দুধ-ভাত? বললাম আর হয়ে গেলো? আর প্রতিটি ওয়েবসাইটের খরচ ডিপেন্ট করে আপনার রিকুয়ারমেন্টের উপর।
কখনো কি চিন্তা করেছেন যারা এতো কমদামে রেডিমেড ওয়েবসাইট সেল করে তাদের লাভ কি? লাভ তো আছেই যেমন ধরুনঃ
- সেইম ওয়েবসাইট একাদিক জনের কাছে বিক্রি করা যায়। ধরুন ১ টা ওয়েবসাইট ৫,০০০টাকা করে ১০ জনের কাছে বিক্রি করলাম ৫,০০০*১০ = ৫০,০০০ টাকা। লস আছে?
- ওয়েবসাইটের পার্ফরমেন্স বা আপডেটের দিকে খেয়াল না রাখা। উল্টো-পাল্টা বুঝ দিয়ে সেট-আপ করে সেল দিলাম বাকিটা ক্লাইন্ট বুঝবে।
এখন দেখেন আপনার লাভ নাকি লসঃ
- কম খরচে মনের ওয়েবসাইট পেয়েছেন তাই না? দেখেনতো তারা যদি সেইম ওয়েবসাইট ১০ জনের কাছে বিক্রি করে আর ক্যাটাগরি যেহেতু সেইম ক্লাইন্টও সেইম যদি আপনার একজন ক্লাইট আপনাদের দুই কোম্পানির ওয়েবসাইটে প্রবেশ করে দেখে সেইম ওয়েবসাইট অথচ আপনার প্রতিষ্ঠানটি বড় কিন্তু ক্লাইন্টের বিশ্বাস কি পাবেন? সে কি আপনার থেকে সার্ভিস বা পন্য কিনবে? অবশ্যই না। আমি হলে ইগনোর করে চলে আসতাম।
- ওয়েবসাইট দেখতে সুন্দর ঠিক আছে যদি লোডিং টাইম ১মিনিট লাগে আপনি কি ওয়েবসাইট লোডিং সম্পন্ন হওয়ার আশায় বসে থাকবেন নাকি অন্য কোন সাইটে যাবেন?
- আপনার ই-কমার্স ব্যবসা হলে যখন আপনার ব্যবসা জনপ্রিয় হবে। দেখবেন আপনার সাইটে ১০০ জনের মতো বা বেশি কাস্টমার ওয়েবসাইটের একসাথে প্রবেশ করলে ওয়েবসাইট ঘুমিয়ে যাবে। আরও অনেক অনেক সমস্যার সম্মুখীন হবেন নিশ্চিত।
কথায় আছে না জিনিস যেটা ভালো দামটা তার একটু বেশি। লাখ টাকা খরচ করে ব্যবসা শুরু করতে পারলে ১০-২০ হাজার টাকা খরচ করে ভালো মানের ওয়েবসাইটও বানাতে পারবেন। একটা ভালো ওয়েবসাইট থাকলে দেখবেন আপনার ওয়েবসাইটের মাধ্যমেই আপনার কাস্টমার পাবেন।
ওয়েবসাইট বানানোর আগে কিছু জিনিস খেয়াল রাখবেন।
- রেডিমেড ওয়েবসাইট না কিনে টাকা একটু বেশি হলেও আপনার কি উদ্দেশ্য বা আপনার সার্ভিস রিলেটেড আপনার রিকুয়ারমেন্ট অনুযায়ী ওয়েবসাইট অর্ডার করুন। প্রয়োজনে কনসালটেন্টের সাহায্য নিন।
- আনকমন এবং আকর্ষনীয় ওয়েবসাইট তৈরি করুন। আপনার সার্ভিস রিলেটেড কিছু প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে তাদের ওয়েবসাইট থেকে আকর্ষনীয় এবং বেশি তথ্যযুক্ত ওয়েবসাইট বানান। তাহলে গুগল সার্চে top ranking এ জায়গা করে নিতে পারবেন।
- সাইটের স্পিড অপটিমাইজেশন করে রাখুন। যেনো খুব দ্রুত ওয়েবসাইটটি লোড হয়।
- ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করুন। যেন আপনার এবং আপনার কাস্টমারের ক্ষতি না হয়।
- ওয়েবসাইটি এসইও করে গুগলে ইনডেক্স করুন। যেনো গুগল সার্চে সার্ভিস কিংবা পন্য রিলেটেড সার্চে সবার প্রথমে আসে আর আপনিও কাষ্টমার পান।
- ভালো ডোমেন – হোস্টিং সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান থেকে ডোমেন হোস্টিং ক্রয় করে ওয়েবসাইট লাইভ করুন। হোস্টিং সার্ভার ভালো হলে ওয়েবসাইট ফাস্ট লোড হয়।
এসব বিষয়ে অভিজ্ঞতা কম থাকলে বিভিন্ন আইটি কোম্পানির আইটি কনসালটেন্সির সাহায্য নিন। তারপর স্বীদ্ধান্ত নিন।
আপনার নতুন ব্যবসার জন্য শুভকামনা। সৎভাবে, হালাল পথে ব্যবসা পরিচালনা করুন।
যোগাযোগ:
কোডক্লাব আইটি সলিউশন
ফোনঃ +88 01742-643763
ইমেইলঃ info@codeclubitsolutions.com
ওয়েবসাইটঃ www.codeclubitsolutions.com