আপনি কি জানেন কেন ওয়েবসাইট থাকা প্রয়োজন?
আসুন আজ জেনে নিবো, কেন আপনার একটি ওয়েবসাইট থাকা প্রয়োজন। বর্তমান যুগ ইন্টারনেটের যুগ আর এই ইন্টারনেটের একমাএ হাতিয়ার হচ্ছে ওয়েবসাইট। কিন্তু আমরা অনেকেই এই ওয়েবসাইট সম্পর্কে জানি না, ওয়েবসাইট কিভাবে কাজ করে তা জানি না। আমরা যে গুগলে বা ইন্টারনেটে কোন কিছু খোঁজাখুজি করি, কোন নাম দিয়ে সার্চ করি তার ফলাফল আমরা কোন না কোন ওয়েবসাইট থেকে পেয়ে থাকি। তাহলে চলুন ওয়েবসাইটের বিস্তারিত জেনে নেওয়া যাক।
ওয়েবসাইট কি?
ওয়েবসাইট হচ্ছে কতগুলো ওয়েব পৃষ্টা, ছবি, ফাইল, অডিও এবং ভিডিও এর সমষ্টি অর্থাৎ একটি নির্দিষ্ট ডোমেইনের অধিনে থাকা এক বা একাদিক পেইজের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয়। যেই পেইজগুলোতে ছবি, ফাইল, অডিও, ভিডিও যুক্ত থাকে। এখন প্রশ্ন আসতে পারে ডোমেন কি? ডোমেন হচ্ছে একটি নাম বা ঠিকানা। প্রতিটি ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা ডোমেন থাকে। যেটি দিয়ে আপনি নেটে সার্চ করলে সেই ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন।
বর্তমান বিশ্বে প্রায় ১.১৪ বিলিয়ন ওয়েবসাইট আছে। প্রতিদিন গড়ে ২,৫২,০০০ টি নতুন ওয়েবসাইট তৈরি হচ্ছে। প্রতি ঘন্টায় ১০,৫০০ টি এবং প্রতি মিনিটে ১৭৫ টি এবং প্রতি সেকেন্ডে ৩ টির মতো ওয়েবসাইট তৈরি হচ্ছে। তাই আপনার নিজের জন্য অথবা আপনার ব্যবসার জন্য একটি ওয়েবসাইট থাকা ধরকার।
ওয়েবসাইট কিভাবে কাজ করে?
ওয়েবসাইটের কার্যক্রম বোঝা বা জানা কঠিন কিছু নয়। ডোমেইন এবং হোস্টিং এই ২টি জিনিসের মাধ্যমে ওয়েবসাইট তৈরি হয়। আমরা ডোমেইন সম্পর্কে উপরে কিছুটা জেনে এসেছি। আবারও বলি, ডোমেইন হচ্ছে একটি নাম বা ঠিকানা যেটিকে আমরা ইন্টারনেটের ভাষায় ডোমেন বলি। আমরা যখন ওয়েবসাইট লাইভ করতে যায় তখন আমাদের একটি ডোমেন নাম অথবা আইপি এড্রেসের প্রয়োজন হয়। আইপি এড্রেসটি যেহেতু একাদিক সংখ্যার সমন্বয়ে গঠিত তাই মনে রাখা কঠিন। তাই আমরা ডোমেন নেম দিয়ে মনে রাখি। আর যখন এই ডোমেন নামটি দিয়ে গুগলে সার্চ করবেন তখন আপনার ওয়েবসাইটটি দেখতে পারবেন।হোস্টিং কি এবং কিভাবে কাজ করে?
হোস্টিং কি এবং কিভাবে কাজ করে?
হোস্টিং হচ্ছে একটি সার্ভার। সার্ভার মানে বলতে পারেন স্টোরেজ অথবা মেমোরি। আমাদের কম্পিউটার এবং মোবাইলে যেমন আমরা ছবি, ফাইল, ভিডিও ইত্যাদি রাখি। ঠিক তেমনি আমরা সার্ভারে আমাদের ওয়েবসাইটের সকল ডাটা মানে ফাইল, ছবি, ভিডিও, অডিও ইত্যাদি রাখি। আমাদের মোবাইল ফোনে অথবা কম্পিউটারে থাকলে শুধু আমরা একা দেখতে পারি। কিন্তু সার্ভারে রাখলে যে কোন সময় যে কোন জায়গা থেকে যে কেউ দেখতে পারে। যখন আপনার ডোমেইন দিয়ে কেউ আপনার ওয়েবসাইটে প্রবেশ করে। তখন ওয়েবসাইটের তথ্যগুলি সার্ভার থেকে ওয়েবসাইটের মাধ্যমে দেখা যায়। ডোমেইন এবং হোস্টিং কিন্তু আমাদেরকে কিনতে হয়। আমার তথ্যগুলো রাখার জন্য ভাড়া নিতে হয়। আপনার ফোনে অথবা কম্পিউটারে যেমন অন্য কারো কিছু রাখতে দিবেন না ফ্রীতে তেমনি বিভিন্ন কোম্পানির নিকট থেকে আমাদের সার্ভার ভাড়া নিতে হয়। মাসিক অথবা বছরের জন্য ভাড়া নিতে পারেন। CodeClub IT Solutions বাংলাদেশের একটি সনামধন্য সফটওয়্যার কোম্পানি। তাড়া ওয়েবসাইট তৈরির পাশাপাশি ডোমেন, হোস্টিং এর সেবা প্রধান করে। আপনি চাইলে তাদের থেকেও সেবাটি নিতে পারেন।
কেন আপনার একটি ওয়েবসাইট থাকা প্রয়োজন?
আপনি যদি কোন সেলিব্রেটি হয়ে থাকেন অথবা আপনার ব্যবসা, সংস্থা, প্রতিষ্ঠান থাকে অথবা ব্র্যান্ডকে আরও সম্প্রসারিত করতে চান তাহলে আপনার একটি ওয়েবসাইট থাকা ধরকার। এর জন্য আপনি বাংলাদেশের Web Design and Development Company গুলো থেকে সহায়তা নিতে পারেন। এক্ষেত্রে CodeClub IT Solutions সল্প খরচে উন্নত মানের সেবা দিয়ে আসছে। তাইতো সুনামের সাথে সফল সফটওয়্যার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
চলুন জেনে নিই কি জন্য একটি সুন্দর ওয়েবসাইটের ধরকারঃ
১। সার্চ ইঞ্জিনে উপস্থিতিঃ
আমরা গুগল, বিং ইত্যাদি সার্চ ইঞ্জিনে ব্রাউজ করি প্রয়োজনীয় বিষয়বস্তু খুজে পেতে। কারণ আমরা জানি এসব সার্চ ইঞ্জিনে অনেক তথ্য পাওয়া যায়। তাই আপনার ব্যবসা, প্রতিষ্ঠান ও ব্যান্ডকে ইন্টারনেটের মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দিতে একটি ওয়েবসাইট থাকা প্রয়োজন। যার মাধ্যমে আপনার ব্যবসা, প্রতিষ্ঠান ও ব্যান্ডের সার্ভিস অথবা সেবা সম্পর্কে সবাইকে জানাতে পারবেন সহজে। যার ফলে ব্যবসার উন্নতি হবে। কাস্টমারও বিশ্বাসী হবে।
২। বিশ্বাসযোগ্যতা স্থাপনঃ
গ্রাহকের মনে বিশ্বাস স্থাপন করতে হলে আপনার অফলাইন ব্যবসা হলেও ওয়েবসাইট রাখা ধরকার। কারন বর্তমানের সময়ে ৬০ শতাংশের বেশি মানুষ যাদের ওয়েবসাইট নেই তাদের এড়িয়ে চলে। কারণ আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি কেমন সেবা দিচ্ছে তার সম্পর্কে তথ্য কিন্তু ওয়েবসাইটের মাঝেই থাকে। তাছাড়া ওয়েবসাইটের মাধ্যমে কাস্টমার সার্ভিস দিতে পারবেন।
৩। পন্য বিক্রয়ে সহায়তাঃ
মানুষ পন্য কিনার আগে অনলাইনে পন্য সম্পর্কে রিভিউ বা পোস্ট দেখে পন্য সম্পর্কে জেনে পরে পন্য কিনার সিদ্ধান্ত নেয়। তাই আপনার পন্যটি যদি নেটে থাকে তাহলে কাস্টমার আপনার ওয়েবসাইটে পন্যগুলো সম্পর্কে জেনে আপনার থেকেই ক্রয় করতে পারবেন। তার থেকে বড় কথা ২৪ ঘন্টা আপনার ওয়েবসাইটের মাধ্যমে কাস্টমার পাবেন।
৪। বিশ্বব্যাপি প্রসারঃ
ওয়েবসাইট মানে সারা বিশ্বের যেকোন প্রান্ত থেকে সবাই এটিকে এক্সেস করতে পারে। তাই আপনার পন্য কিংবা সার্ভিসকে সারা বিশ্বকে টার্গেট করে ছড়িয়ে দিতে পারবেন।
৫। ক্রেতার সংখ্যা বৃদ্ধিঃ
একটি ওয়েবসাইট থাকা মানে ক্রেতার সংখ্যা এমনি এমনি বেড়ে যাওয়া। প্রথমত, আপনি ওয়েবসাইটের মাধ্যমে গুগলের মতো সার্চ ইঞ্জিনের সাহায্যে ফ্রীতে ভিজিটর অথবা কাস্টমার পাবেন। আপনার সার্ভিস অনুযায়ী কাস্টমারদের কাছে সার্ভিসটি পৌছে দিতে পারবেন। আপনার ব্যান্ড তৈরি হবে এবং এ সম্পর্কে কাস্টমারদের বিশ্বাস অর্জন করতে সক্ষম হবেন। কারণ তারা বিশ্বের যেকোন প্রান্ত থেকে ভিজিট করতে পারবে। এভাবে বেশি কাস্টমার পাবেন।
আরও ইত্যাদি কারনের জন্য আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অথবা নিজের জন্য ওয়েবসাইট রাখাটা খুব গুরুত্বপূর্ণ।
আপনি চাইলে CodeClub IT Solutions থেকে এ সেবাটি নিতে পারেন। অথবা তাদের লাইভ সাপোর্টে মেসেজ করে এ সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন। তারা তাদের সেরা সেবার জন্য তারা বিশ্বব্যাপি সনামধন্য আইটি প্রতিষ্ঠানে পরিনত হয়েছে।